কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নবম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণের জন্য পাঁচ দিনব্যাপী “Project Appraisal and Formulation of DPP” শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি আগামী ৩ জানুয়ারী, ২০২১ হতে ৭ জানুয়ারী, ২০২১ পর্যন্ত জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে আপনার প্রতিষ্ঠান থেকে নিম্নবর্ণিত তালিকা অনুযায়ী প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রদান পূর্বক মনোনিত কর্মকর্তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ই-মেইলসহ তালিকা আগামী ২৪/১২/২০২০ খ্রি. তারিখের মধ্যে অত্রদপ্তরে (ই-মেইল: dgnata14@gmail.com) প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। মনোনিত প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শুরুর পূর্বের দিন অপরাহ্নে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) এর ডরমিটরিতে রিপোর্ট করার জন্য এবং আগামী ২৭/১২/২০২০ খ্রি. তারিখের মধ্যে নাটার এর ওয়েবসাইটে (www.nata.gov.bd) অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, আগ্রহী প্রশিক্ষণার্থীগণকে উক্ত প্রশিক্ষণে মনোনয়নে অগ্রাধিকার দেয়া এবং ইতোমধ্যে যারা এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের মনোনিত না করার জন্য অনুরোধ করা হলো। কোর্সটি সম্পূর্ণ আবাসিক।