জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুর এর ১২.১৫.০০০০.০০১.১১.২৪১.১৮.৫০৮ স্মারকে ২৯ জুলাই ২০১৯ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রেড- ১১ থেকে গ্রেড-২০ পর্যন্ত (৩য় ও ৪র্থ শ্রেণী) ১৯ ক্যাটাগরির ৪৪ টি শূন্যপদে (ডেমোনেস্ট্রেটর ল্যাব ব্যাতিত) নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৭ মে ২০১৯ তারিখে স্ব স্ব এডমিট কার্ডে উল্লিখিত কেন্দ্র ও সময় অনুয়ায়ী অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার এডমিট কার্ড http://nata.teletalk.com.bd সাইট থেকে উইজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হল। উল্লেখ্য ইতোমধ্যে প্রত্যেক আবেদনকারীর মোবাইলে এতদ সংক্রান্ত এসএমএস পাঠানো হয়েছে।