Wellcome to National Portal
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ অক্টোবর ২০২০

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নবম গ্রেড হতে তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য ‘‘Rules & Regulations for Organizational Management’’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স আগামী ২৯ নভেম্বর ২০২০ হতে ০৩ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে আপনার প্রতিষ্ঠান থেকে নিম্নবর্ণিত তালিকা অনুযায়ী প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রদান পূর্বক নাম, ঠিকানা, মোবাইল ও ই-মেইলসহ তালিকা আগামী ১২/১১/২০২০ খ্রি. তারিখের মধ্যে অত্রদপ্তরের ই-মেইলে (dgnata14@gmail.com) প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। কোর্সটি সম্পূর্ণ আবাসিক বিধায় মনোনিত প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শুরুর পূর্বের দিন নাটা ডরমিটরিতে রিপোর্ট করার নির্দেশনা প্রদানের জন্য এবং যে সকল কর্মকর্তা সংশ্লিষ্ট বিষয়ের কাজের সঙ্গে জড়িত সে সকল কর্মকর্তাগণকে মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ করা হল। মনোনিত কর্মকর্তাগণ কে নাটা এর ওয়েবসাইটে (www.nata.gov.bd) অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হল। জরুরী যেকোন প্রয়োজনে সহকারী কোর্স সমন্বয়ক মো: শাহীনুল ইসলাম মোবা: নং- ০১৭৪৫৯৯৭৭৪১ এ যোগাযোগ করা যেতে পারে।


প্রকাশন তারিখ : 2020-10-25

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নবম গ্রেড হতে তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য ‘‘Rules & Regulations for Organizational Management’’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স আগামী ২৯ নভেম্বর ২০২০ হতে ০৩ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে আপনার প্রতিষ্ঠান থেকে নিম্নবর্ণিত তালিকা অনুযায়ী প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রদান পূর্বক নাম, ঠিকানা, মোবাইল ও ই-মেইলসহ তালিকা আগামী ১২/১১/২০২০ খ্রি. তারিখের মধ্যে অত্রদপ্তরের ই-মেইলে (dgnata14@gmail.com) প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। কোর্সটি সম্পূর্ণ আবাসিক বিধায় মনোনিত প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শুরুর পূর্বের দিন নাটা ডরমিটরিতে রিপোর্ট করার নির্দেশনা প্রদানের জন্য এবং যে সকল কর্মকর্তা সংশ্লিষ্ট বিষয়ের কাজের সঙ্গে জড়িত  সে সকল কর্মকর্তাগণকে মনোনয়ন  দেয়ার জন্য অনুরোধ করা হল। মনোনিত কর্মকর্তাগণ কে নাটা এর ওয়েবসাইটে (www.nata.gov.bd) অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হল। জরুরী যেকোন প্রয়োজনে সহকারী কোর্স সমন্বয়ক মো: শাহীনুল ইসলাম মোবা: নং- ০১৭৪৫৯৯৭৭৪১ এ যোগাযোগ করা যেতে পারে।