সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ নভেম্বর ২০২০
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের ৯ম-৪র্থ গ্রেডের কর্মকর্তাদের জন্য ‘Value Chain Management of Economically Important Horticultural Crops’ শীর্ষক ৫(পাঁচ) দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সটি আগামী ০৬-১০ ডিসেম্বর ২০২০ তারিখ জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে আপনার প্রতিষ্ঠান থেকে নিম্নোক্ত ছকের বিভাজন অনুযায়ী শুধুমাত্র সবজি সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন প্রদান পূর্বক মনোনিত কর্মকর্তাদের নাম, ঠিকানা, মোবাইল ও ই-মেইল সহ তালিকা আগামী ১৫/১১/২০২০ তারিখের মধ্যে অত্র দপ্তরের ই-মেইল (dgnata14@gmail.com) এ প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কোর্সটি সম্পূর্ণ আবাসিক বিধায় মনোনিত প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শুরুর পূর্বের দিন ০৫ ডিসেম্বর ২০২০ তারিখ নাটা’র ডরমেটরিতে রিপোর্ট করার নির্দেশনা প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো। মনোনিত কর্মকর্তাদেরকে ডরমেটরিতে সিট বরাদ্দ, সনদপত্র, ছাড়পত্র প্রভৃতি প্রদানের নিমিত্ত নাটা’র ওয়েবসাইটে (www.nata.gov.bd) অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, ইতোমধ্যে যারা উক্ত বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের মনোনিত না করার জন্য অনুরোধ করা হলো।
প্রকাশন তারিখ
: 2020-11-12
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের ৯ম-৪র্থ গ্রেডের কর্মকর্তাদের জন্য ‘Value Chain Management of Economically Important Horticultural Crops’ শীর্ষক ৫(পাঁচ) দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সটি আগামী ০৬-১০ ডিসেম্বর ২০২০ তারিখ জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে আপনার প্রতিষ্ঠান থেকে নিম্নোক্ত ছকের বিভাজন অনুযায়ী শুধুমাত্র সবজি সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন প্রদান পূর্বক মনোনিত কর্মকর্তাদের নাম, ঠিকানা, মোবাইল ও ই-মেইল সহ তালিকা আগামী ১৫/১১/২০২০ তারিখের মধ্যে অত্র দপ্তরের ই-মেইল (dgnata14@gmail.com) এ প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কোর্সটি সম্পূর্ণ আবাসিক বিধায় মনোনিত প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শুরুর পূর্বের দিন ০৫ ডিসেম্বর ২০২০ তারিখ নাটা’র ডরমেটরিতে রিপোর্ট করার নির্দেশনা প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো। মনোনিত কর্মকর্তাদেরকে ডরমেটরিতে সিট বরাদ্দ, সনদপত্র, ছাড়পত্র প্রভৃতি প্রদানের নিমিত্ত নাটা’র ওয়েবসাইটে (www.nata.gov.bd) অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, ইতোমধ্যে যারা উক্ত বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের মনোনিত না করার জন্য অনুরোধ করা হলো।