জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) এর ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যের কার্যক্রম ১.৩ সূচক ১.৩.১ এর অভিযোগ প্রতিকার ব্যবস্থা (GRS) বিষয়ে অংশীজনদের / সেবা গ্রহীতাদের অবহিতকরণ সভা আগামী ২৪/১২/২০২০ খ্রি: দুপুর ১২.০০ ঘটিকায় জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি এর মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে ভিআইপি সভাকক্ষে Zoom Platform এ অনুষ্ঠিত হবে । উক্ত অবহিতকরণ সভায় আপনার প্রতিষ্ঠানের অভিযোগ প্রতিকার ব্যবস্থা (GRS) বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তাসহ ২ জন কর্মকর্তাকে মনোনয়নপূর্বক যথাসময়ে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হল। জরুরী প্রয়োজনে ড.মো.ছাইদুর রহমান, উপপরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস), ও সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট, নাটা, গাজীপুর, (মোবাইলঃ ০১৫৫২৪৯৫৫৬৪) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
Meeting ID: 81502339160
Passcode: nata123