সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুলাই ২০২০
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নবম গ্রেড হতে তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য চলতি ২০২০-২১ অর্থবছরে “Modern Office Management শীর্ষক প্রশিক্ষণ কোর্স আগামী ২৩ আগষ্ট ২০২০ হতে ২৭ আগষ্ট ২০২০ খ্রি: তারিখ পর্যন্ত জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে অনুষ্ঠিত হবে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে উক্ত প্রশিক্ষণ কোর্সটি ‘Zoom Online Platform” এর মাধ্যমে পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণের সময় সকাল ১০.০০ টা হতে দুপুর ১২.৩০ টা এবং দুপুর ২.৩০ টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তালিকা অনুযায়ী প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রদান পূর্বক নাম, ঠিকানা, মোবাইল নং ও ই-মেইলসহ তালিকা আগামী ০৬/০৮/২০২০ খ্রি. তারিখের মধ্যে অত্র দপ্তরের ই-মেইলে (dgnata14@gmail.com) প্রেরণের জন্য এবং নাটা, এর ওয়েবসাইটে (www.nata.gov.bd) অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হল। । মনোনিত কর্মকর্তাগণকে পরবর্তীতে Zoom Online এ প্রবেশের ID No. ও Password প্রেরণ করা হবে। জরুরী যেকোন প্রয়োজনে সহকারী কোর্স সমন্বয়ক মোছা: শারমীন আখতার , মোবা: নং- ০১৭১১-৭৩৬৫৭১ এ যোগাযোগ করা যেতে পারে।
প্রকাশন তারিখ
: 2020-07-29
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নবম গ্রেড হতে তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য চলতি ২০২০-২১ অর্থবছরে “Modern Office Management শীর্ষক প্রশিক্ষণ কোর্স আগামী ২৩ আগষ্ট ২০২০ হতে ২৭ আগষ্ট ২০২০ খ্রি: তারিখ পর্যন্ত জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে অনুষ্ঠিত হবে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে উক্ত প্রশিক্ষণ কোর্সটি ‘Zoom Online Platform” এর মাধ্যমে পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণের সময় সকাল ১০.০০ টা হতে দুপুর ১২.৩০ টা এবং দুপুর ২.৩০ টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তালিকা অনুযায়ী প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রদান পূর্বক নাম, ঠিকানা, মোবাইল নং ও ই-মেইলসহ তালিকা আগামী ০৬/০৮/২০২০ খ্রি. তারিখের মধ্যে অত্র দপ্তরের ই-মেইলে (dgnata14@gmail.com) প্রেরণের জন্য এবং নাটা, এর ওয়েবসাইটে (www.nata.gov.bd) অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হল। । মনোনিত কর্মকর্তাগণকে পরবর্তীতে Zoom Online এ প্রবেশের ID No. ও Password প্রেরণ করা হবে। জরুরী যেকোন প্রয়োজনে সহকারী কোর্স সমন্বয়ক মোছা: শারমীন আখতার , মোবা: নং- ০১৭১১-৭৩৬৫৭১ এ যোগাযোগ করা যেতে পারে।