আগামী ১৯ ও ২০ জানুয়ারী ২০১৯ একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর সহযোগিতায় “Training Cum Workshop on e-Learning Course Design & Content Development’’শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) এর কম্পিউটার কাম ল্যাংগুয়েজ ল্যাবে সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পয©ন্ত অনুষ্ঠিত হবে । উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে নাটার সকল বিসিএস (কৃষি) ক্যাডার ভূক্ত কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য মনোনয়ন প্রদান করা হল।