Wellcome to National Portal
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০২০

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে আগামী ২৭/০১/২০২০ খ্রি: তারিখ রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় নাটার ভিআইপি কনফারেন্স কক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। বিগত সভার কায©বিবরণীতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন প্রতিবেদন এবং ধায© সভার কায©পত্রের হার্ডকপি ও সফট কপি (ই-মেইল যোগে dgnata14@gmail.com ঠিকানায়) ২৬/০১/২০২০ তারিখের মধ্যে প্রেরণ এবং ধায© সভায় যথাসময়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।


প্রকাশন তারিখ : 2020-01-23

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে আগামী ২৭/০১/২০২০ খ্রি: তারিখ রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় নাটার ভিআইপি কনফারেন্স কক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। বিগত সভার কায©বিবরণীতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন প্রতিবেদন এবং ধায© সভার কায©পত্রের হার্ডকপি ও সফট কপি (ই-মেইল যোগে dgnata14@gmail.com ঠিকানায়) ২৬/০১/২০২০ তারিখের মধ্যে প্রেরণ এবং ধায© সভায় যথাসময়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

 

আলোচ্যসূচি:

 

১. বিগত সমন্বয় সভার সিদ্ধান্তবলীর অগ্রগতি

২.  প্রশিক্ষণের অগ্রগতি

৩. NARS N-27th বুনিয়াদি প্রশিক্ষণের প্রস্তুতিমূলক কায©ক্রম

৪. নাটার বিভাগীয় কাজের অগ্রগতি (কর্মপরিকল্পনা অনুযায়ী যা লিখিতভাবে উপস্থাপন করতে হবে।)

৫. জনবল নিয়োগের অগ্রগতি

৬. ২১ ফেব্রুয়ারী উদযাপন

৭. বঙ্গবন্ধুর জন্ম শত বাষির্কী উদযাপন

৮. প্রকল্প কাজের অগ্রগতি

৯. ইন-হাউজ প্রশিক্ষণের অগ্রগতি

১০. নাটার কর্মকর্তা ও কর্মচারীদের ফেয়ার ওয়েল সংক্রান্ত

১১. বিবিধ