জনপ্রশাসন মন্ত্রণালয় এর বিধি-৪ শাখার ১৩ জুলাই ২০২০ তারিখের ০৫.০০.০০০০.১৭৩.০৮.০১৪.০৭-১৫৯ সংখ্যক পত্র ও কৃষি মন্ত্রণালয়, প্রশাসন-১ শাখার ২২ জুলাই ২০২০ তারিখের ১২.০০.০০০০.০১২.৩২.০০৪.১৪-৫৯৫ সংখ্যক পত্রের মর্মানুযায়ী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনের বিস্তার রোধে আসন্ন ঈদুল আজহার সময় জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে উপস্থিতি থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।