Wellcome to National Portal
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০২০

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে আগামী ৩০/০৯/২০২০ খ্রি: তারিখ রোজ বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় নাটার ১নং ক্লাস রুমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকল কর্মকর্তাদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।


প্রকাশন তারিখ : 2020-09-24

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে আগামী ৩০/০৯/২০২০ খ্রি: তারিখ রোজ বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় নাটার ১নং ক্লাস রুমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকল কর্মকর্তাদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

 

আলোচ্যসূচি:

 

১. বিগত সমন্বয় সভার সিদ্ধান্তবলীর অগ্রগতি;

২.  নাটার নতুন অর্গানোগ্রামের অগ্রগতি;

৩. টিওএন্ডই ভূক্ত কাজের অগ্রগতি;

৪. বার্ষিক ক্রয় পরিকল্পনার অগ্রগতি;

৫.  মাঠ, অফিসচত্ত্বর ও আবাসিক এলাকায় প্রতি ইঞ্চি জমি চাষাবাদের অগ্রগতি;

৬. ‍SDG ও NIS এর প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ সংক্রান্ত;

৭. প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি;

৮. মুজিববর্ষ ও বৃক্ষ রোপণ কর্মসূচির অগ্রগতি;

৯. কোভিড-১৯ এর পরিস্থিতি পর্যালোচনা ও নাটার করণীয়;

১০. নতুন দাখিলকৃত প্রকল্প (খাদ্য নিরাপত্তা ও টেকশই কৃষি উন্নয়নে দক্ষ মানবসম্পদ উন্নয়ন প্রকল্প) এর অগ্রগতি;

১১. নাটার প্রশিক্ষণের মানোন্নয়ন;

১২. নাটার বার্ষিক প্রশিক্ষণ ম্যানুয়েল তৈরি;

১৩. এসডিজি এর আলোকে দাখিলকৃত প্রকল্পের অগ্রগতি;

১৪. বিভাগ ওয়ারী কাজের পরিকল্পনা;

১৫.  বিবিধ।