এতদ্বারা জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির সকল অনুষদ সদস্যগণকে জানান যাচ্ছে যে আগামী ২৩/০৬/২০২৯ খ্রি. তারিখে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় Development Plan to Modernize National Agriculture Training Academy শীর্ষক কর্মশালা সকাল ৯:৩০ ঘটিকা হতে ৫:০০ ঘটিকা পর্যন্ত ১নং ক্লাশরুমে অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় সকল অনুষদ সদস্যগণকে সকাল ৯:০০ ঘটিকায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।