Wellcome to National Portal
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুন ২০২৪

আইওটি বেজড স্মার্ট ছাদবাগান (ইনস্পায়ার জোন)

উদ্ভাবনী উদ্যোগের শিরোনাম: IoT based Smart Rooftop Garden (Inspire Zone)/আইওটি বেজড স্মার্ট ছাদবাগান (ইনস্পায়ার জোন)

১। উদ্যোগ বাস্তবায়ন এলাকা: আবেক্ষণ ট্রেনিং কমপ্লেক্স, নাটা, গাজীপুর

২। উদ্যোগ শুরু ও শেষ হবার সময়কাল:  জুলাই হতে ডিসেম্বর ২০২৩

৩। মুল সমস্যা: ক) জনবলের অভাবে ইনস্পায়ার জোনে (ছাদবাগান) পানি ও সার দেয়ার সমস্যা হওয়া। সঠিক সময়ে সঠিক পরিমাণে পানি না দেয়ার দরুন গাছপালা মারা যাওয়া।

খ) প্রশিক্ষণার্থীদেরকে কোর্স সংশ্লিষ্ট স্মার্ট প্রযুক্তি পরিদর্শনের জন্য অন্য প্রতিষ্ঠানে ভিজিট করতে যাওয়া। যাতে অতিরিক্ত সময়, খরচ ও যোগাযোগের ঝামেলা। 

৪। সমাধানে গৃহিত উদ্যোগ/ কীভাবে সমস্যাটি সমাধান করা হয়েছে? উদ্যোগ নতুনত্ব কি?

সমাধান: IoT ও সেন্সর প্রযুক্তি ব্যবহার করে ইনস্পায়ার জোনে (ছাদবাগান) পানি ও সার প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। ইন্টারনেট, সেন্সর ও স্মার্ট সুইচের মাধ্যমে পুরো সিস্টেম পরিচালিত হচ্ছে। মাটিবিহীন (Soilless) এবং ভার্র্টিক্যালি ফসল চাষাবাদ করা হয়েছে। মাটির পরিবর্তে কোকোডাস্ট, বালি, ভার্মিকম্পোস্ট ও পাথর ব্যবহার করা হয়েছে।

নতুত্ব: উদ্ভাবনটি চতুর্থ শিল্প বিপ্লবের (4IR) প্রযুক্তি IoT ও সেন্সর প্রযুক্তির একটি সমন্বিত উদ্যোগ। যা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট কৃষি তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরাসরি ভূমিকা রাখবে।

৫। অর্জিত ফলাফল:

  1. পানি সেচ ও সার প্রদানের জন্য অতিরিক্ত জনবলের ব্যবহার কমে গিয়েছে।
  2. বাসায় বসেই গাছে পানি দেয়া সম্ভব হচ্ছে।
  3. ভিন্ন প্রতিষ্ঠানে ভিজিটের জন্য যেতে হচ্ছে না। এতে করে সময়, খরচ ও ঝামেলা কমেছে।
  4. পরিমাণমতো পানি ও খাবার পাওয়ায় গাছের স্বাস্থ্য ও ফলন ভালো হচ্ছে।
  5. জীববৈচিত্রের উদ্ভব হয়েছে।
  6. পরিবেশের উন্নয়ন ঘটেছে।

৬। ফলাফলের মাধ্যমে পরিবর্তন (উদ্যোগ বাস্তবায়নের ফলে সেবাগ্রহীতা/সেবাপ্রদানকারীর কী পরিবর্তন/লাভ হয়েছে?) -- টিসিভি বিশ্লেষণ:

 

প্যারামিটার

উদ্ভাবনের আগে

উদ্ভাবনের পরে

সেচ ও সার

ফিল্ড ভিজিট

সেচ ও সার

ফিল্ড ভিজিট

সময়

প্রতি দিন

১-২ ঘন্টা

প্রতি কোর্সে

৩-৪ দিন

প্রতি দিন

১-২ মিনিট

প্রতি কোর্সে

১ ঘন্টা

খরচ

প্রতি মাসে

১০০০-২০০০ টাকা

প্রতি কোর্সে ১০০০০-২০০০০/-

প্রতি মাসে

০০ টাকা

প্রতি কোর্সে

০০ টাকা

ভিজিট

প্রতিদিন

২ বার

প্রতি কোর্সে

১ বার

প্রতিদিন

০০ বার

প্রতি কোর্সে

১ বার

ধাপ

১ টি ধাপ

৩ টি ধাপ

১ টি ধাপ

১ টি ধাপ